Edit 'bible/names/philistines.md' using 'tc-create-app'

This commit is contained in:
ayan.75 2024-04-04 04:49:17 +00:00
parent 209341a96d
commit 3291bef95c
1 changed files with 27 additions and 0 deletions

View File

@ -0,0 +1,27 @@
# পলেষ্টীয়
## তথ্য:
পলেষ্টীয়রা ছিল একটি জনগোষ্ঠী যারা ভূমধ্যসাগরের উপকূলে ফিলিস্তিয়া নামে পরিচিত একটি অঞ্চল দখল করেছিল। তাদের নামের অর্থ "সমুদ্রের মানুষ"।
* পলেষ্টীয়দের প্রধান পাঁচটি শহর ছিল: অশদোদ, আস্কিলন, একরোণ, গাথ এবং গাজা।
* আশদোদ শহরটি ছিল ফিলিস্তিয়ার উত্তরাঞ্চলে এবং গাজা শহরটি ছিল দক্ষিণাঞ্চলে।
* পলেষ্টীয়রা সম্ভবত বহু বছর ধরে ইস্রায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল বলেই সবচেয়ে বেশি পরিচিত।
* বিচারক শিমসন ছিলেন পলেষ্টীয়দের বিরুদ্ধে একজন বিখ্যাত যোদ্ধা, ঈশ্বরের কাছ থেকে অতিপ্রাকৃত শক্তি ব্যবহার করেছিলেন।
* রাজা দায়ুদ প্রায়শই পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দিতেন, যার মধ্যে যৌবনের সময়টাও ছিল যখন তিনি পলেষ্টীয় যোদ্ধা গলিয়াথকে পরাজিত করেছিলেন।
(অনুবাদের পরামর্শ: [কিভাবে নাম অনুবাদ করবেন](rc://en/ta/man/translate/translate-names))
(এছাড়াও দেখুন: [আশদোদ](../names/ashdod.md), [আশকেলন](../names/ashkelon.md), [দায়ুদ](../names/david.md), [একরন](../names/ekron.md), [গৎ](../names/gath.md), [ঘষা](../names/gaza.md), [গলিয়াথ](../names/goliath.md), [লবণ সমুদ্র](../names/saltsea.md))
## বাইবেলে উল্লেখ:
* [1 বংশাবলি 18:9-11](rc://en/tn/help/1ch/18/09)
* [1 শমূয়েল 13:4](rc://en/tn/help/1sa/13/04)
* [2 বংশাবলি 9:25-26](rc://en/tn/help/2ch/09/25)
* [আদিপুস্তক 10:11-14](rc://en/tn/help/gen/10/11)
* [গীতসংহিতা 56:1-2](rc://en/tn/help/psa/056/001)
## শব্দ তথ্য:
* স্ট্রংস: H6429, H6430