Edit 'bible/kt/zion.md' using 'tc-create-app'

This commit is contained in:
ayan.75 2024-03-27 03:35:28 +00:00
parent b1a7000341
commit 1faaf63b87
1 changed files with 23 additions and 0 deletions

23
bible/kt/zion.md Normal file
View File

@ -0,0 +1,23 @@
# সিয়োন, সিয়োন পর্বত
## সংজ্ঞা:
মূলত, "সিয়োন" বা "সিয়োন পর্বত" শব্দটি একটি দুর্গ বা দুর্গকে নির্দেশ করে যেটি রাজা দায়ূদ যিবূষীয়েদের কাছ থেকে দখল করেছিলেন। এই দুটি পদই যিরূশালেমকে বোঝানোর অন্য উপায়ে পরিণত হয়েছে।
* যিরূশালেম শহর যে পাহাড়ে অবস্থিত ছিল তার মধ্যে সিয়োন পর্বত এবং মোরিয়া পর্বত ছিল দুটি। পরবর্তীতে, "সিয়োন" এবং "সিয়োন পর্বত" এই উভয় পর্বত এবং যিরূশালেম শহরকে বোঝানোর জন্য সাধারণ শব্দ হিসাবে ব্যবহৃত হয়। কখনও কখনও তারা যিরূশালেমে অবস্থিত মন্দিরটিকেও উল্লেখ করেছিল। (দেখুন: [বাক্যালংকারবিশেষ](rc://en/ta/man/translate/figs-metonymy))
* দায়ূদ সিয়োন বা যিরূশালেম নাম রাখেন, "দায়ূদের শহর।" এটি দায়ূদের শহর, বেথলেহেম থেকে আলাদা, যা দায়ূদের শহরও বলা হত।
* "সিয়োন" শব্দটি অন্যান্য রূপক উপায়ে ব্যবহৃত হয়, ইস্রায়েল বা ঈশ্বরের আধ্যাত্মিক রাজ্য বা ঈশ্বর যে নতুন, স্বর্গীয় যিরূশালেম তৈরি করবেন তা বোঝাতে।
(আরো দেখুন: [আব্রাহাম](../names/abraham.md), [দায়ূদ](../names/david.md), [যিরূশালেম](../names/jerusalem.md), [বেথলেহেম](../names/bethlehem.md), [যিবূষীয়েদের](../names/jebusites.md))
## বাইবেলে উল্লেখ:
* [1 বংশাবলি 11:5](rc://en/tn/help/1ch/11/05)
* [আমোষ 1:2](rc://en/tn/help/amo/01/02)
* [যিরমিয় 51:35](rc://en/tn/help/jer/51/35)
* [গীতসংহিতা 76:1-3](rc://en/tn/help/psa/076/001)
* [রোমীয় 11:26](rc://en/tn/help/rom/11/26)
## শব্দ তথ্য:
* স্ট্রংস: H6726