bn_mat_text_ulb/27/35.txt

1 line
551 B
Plaintext

\v 35 পরে তারা তাঁকে ক্রুশে দিয়ে তাঁর পোশাক নিয়ে, গুটি চেলে ভাগ করে নিল, \v 36 আর সেখানে বসে তাঁকে পাহারা দিতে লাগল। \v 37 আর তারা তাঁর মাথার উপরে তাঁর বিরুদ্ধে এই দোষের কথা লিখে লাগিয়ে দিল, ‘এ ব্যক্তি যীশু, ইহূদিদের রাজা।’