bn_mat_text_ulb/24/45.txt

1 line
645 B
Plaintext

\v 45 এখন, সেই বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসকে, যাকে তার মালিক তাঁর পরিজনের উপরে নিযুক্ত করেছেন, যেন সে তাদের উপযুক্ত সময়ে খাবার দেয়? \v 46 ধন্য সেই দাস, যাকে তার মালিক এসে তেমন করতে দেখবেন। \v 47 আমি তোমাদের সত্যি বলছি, তিনি তাকে তাঁর সব কিছুর উপরে নিযুক্ত করবেন।