bn_mat_text_ulb/22/05.txt

1 line
608 B
Plaintext

\v 5 কিন্তু তারা অবহেলা করে কেউ তার ক্ষেতে, কেউ বা তার নিজের কাজে চলে গেল। \v 6 অবশিষ্ট সবাই তাঁর দাসদের ধরে অপমান করল ও বধ করল। \v 7 তাতে রাজা প্রচন্ড রেগে গেলেন এবং সৈন্যসামন্ত পাঠিয়ে সেই হত্যাকারীদের ধ্বংস করলেন ও তাদের শহর পুড়িয়ে দিলেন।