bn_mat_text_ulb/10/24.txt

1 line
537 B
Plaintext

\v 24 শিষ্য গুরুর থেকে বড় নয় এবং দাস মনিবের থেকে বড় নয়। \v 25 শিষ্য নিজের গুরুর তুল্য ও দাস নিজের কর্তার সমান হলেই তার পক্ষে যথেষ্ট। তারা যখন ঘরের মালিককে ভূতেদের অধিপতি বলেছে, তখন তাঁর আত্মীয়দেরকে আরও কি না বলবে?