bn_mat_text_ulb/10/05.txt

1 line
678 B
Plaintext

\v 5 এই বারো জনকে যীশু পাঠিয়ে দিলেন, আর তাঁদের এই নির্দেশ দিলেন, তোমরা অযিহূদীরা যেখানে বাস করে সেখানে যেও না এবং শমরীয়দের কোন শহরে প্রবেশ কর না; \v 6 বরং ইস্রায়েল কুলের হারান মেষদের কাছে যাও। \v 7 আর তোমরা যেতে যেতে এই কথা প্রচার কর, ‘স্বর্গরাজ্য কাছাকাছি এসে পড়েছে’।