bn_mat_text_reg/26/30.txt

6 lines
849 B
Plaintext

\v 30 পরে তাঁরা প্রশংসা গান করতে করতে , জৈতুন পর্বতে গেলেন।
\s2 পিতরের অস্বীকারের ভবিষ্যবাণী।
\p
\v 31 তখন যীশু তাঁদের বললেন, "এই রাতে তোমরা সবাই আমাতে বাধা পাবে (অর্থাৎ তোমরা আমাকে ত্যাগ করবে)", কারণ লেখা আছে, "আমি মেষ পালককে আঘাত করব, তাতে মেষেরা চারিদিকে ছড়িয়ে পড়বে।"
\v 32 কিন্তু আমি মৃত্যু থেকে জীবিত হবার পরে আমি তোমাদের আগে গালীলে যাব।