bn_mat_text_reg/21/28.txt

4 lines
680 B
Plaintext

\v 28 কিন্তু তোমরা কি মনে কর? এক ব্যক্তির দুটি ছেলে ছিল, তিনি প্রথম জনের কাছে গিয়ে বললেন, "পুত্র, যাও, আজ আঙ্গুর ক্ষেতে কাজ কর।"
\v 29 সে বলল, "আমি যাব না," কিন্তু পরে মন পরিবর্তন করে গেল।
\v 30 পরে তিনি দ্বিতীয় জনের কাছে গিয়ে তেমনি বললেন। সে বলল, "বাবা আমি যাচ্ছি," কিন্তু গেল না।