bn_mat_text_reg/14/10.txt

6 lines
752 B
Plaintext

\v 10 তিনি লোক পাঠিয়ে কারাগারে যোহনের মাথা কাটালেন।
\v 11 আর তাঁর মাথাটি একখানা থালায় করে এনে সেই মেয়েকে দেওয়া হল; আর সে তা মায়ের কাছে নিয়ে গেল।
\v 12 পরে তাঁর শিষ্যরা এসে মৃতদেহ নিয়ে গিয়ে তাঁর কবর দিল এবং যীশুর কাছে এসে তাঁকে খবর দিল।
\s2 যীশু পাঁচ হাজার লোককে খাবার দেন এবং জলের উপর দিয়ে হেঁটে যান।
\m