bn_mat_text_reg/21/18.txt

3 lines
579 B
Plaintext
Raw Normal View History

2021-01-21 11:30:44 +00:00
\v 18 সকালে শহরে ফিরে আসার সময় তাঁর খিদে পেল।
\v 19 রাস্তার পাশে একটি ডুমুরগাছ দেখে তিনি তার কাছে গেলেন এবং পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। তখন তিনি গাছটিকে বললেন, "আর কখনও তোমাতে ফল না ধরুক", আর হঠাৎ সেই ডুমুরগাছটা শুকিয়ে গেল।